চুয়াডাঙ্গায় বাদুড়ের এক অভয়ারণ্য
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা সদর হাজার হাজার বাদুড়ের অভয়ারণ্য।
চুয়াডাঙ্গা সদর মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত পুরাত কবরস্থানে ভিতর বেশ কিছু গাছ গাছারি আছে। তার মধ্যে বাশ বাগান ও কাঠ বাদাম আছে। পুরাতন কবরস্থানে ভিতরে অবস্তিত বাশ বাগান ও কাঠ বাদাম গাছে হাজার হাজার বাদুর বসবাস করে। বাদুর প্রায় বিলুপ্তের পথে। বাদুর পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত পুরাতন কবরস্থানের ভিতর বাশ বাগান ও কাঠ বাদাম গাছে হাজার হাজার বাদুর বসবাস করে।
Leave a Reply