বাঘাইছড়ি মারিশ্যা জোন কমান্ডার বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত।
রাঙ্গামাটি জেলা
সংবাদদাতাঃ
বাঘাইছড়িতে মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্ণেল শরীফ উল্লাহ আবেদ, এসজিপি পদাতিক মহোদয়ের বিদায় সংবর্ধনা ও নবাগত মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ আতিকুর রহমান পদাতিক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৩১ জানুয়ারী) বুধবার সকাল এগারো ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রশাসনিক সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়
কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্ণেল শরীফ উল্লাহ আবেদ এসজিপি পদাতিক এবং গেষ্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন মারিশ্যা জোনের নবাগত ও বরেণ্য জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ আতিকুর রহমান, বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, পৌর মেয়র জমির হোসনে, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাস,
থানা অফিসার ইনচার্জ এবং কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামূন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ, পৌরসভা, প্রেস ক্লাব ও কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ হতে বিদায়ী ও নবাগত বরেণ্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান-কারবারী ও ওয়ার্ড কাউন্সিলর, মেম্বাররা সহ বিশ্রিষ্ট জনেরা উপস্হিত ছিলেন।
Leave a Reply