কুজেন্দ্র লাল ত্রিপুরাকে রাঙ্গামাটি আ-লীগের সংবর্ধনা
রাঙ্গামাটি জেলা
প্রতিনিধিঃ
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কে রাঙামাটি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের পৌর চত্ত্বর মাঠে রাঙামাটি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি (২৯৮নং) সংসদীয় আসনের সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব কিছু করা হয়েছে। যেসমস্ত কাজ এখনো সমাপ্ত হয়নি তা সমাপ্ত করা হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আগে আরো অনেকেই সরকার গঠন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চলমান সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করে শান্তি ফিরাতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকারের সৎসাহসীকতায়, রাজনৈতিক দূরদর্শিতার কারণে এই পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পেরেছে। শান্তি চুক্তি বাস্তবায়ন হয়েছে।এতে করে দুই দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।