বর্নাঢ্য আয়োজনে পালিত হলো পটুয়াখালী প্রেসক্লাবের কর্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
সাগরকন্যা কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরি পরিষদ-২০২৪ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ফেব্রুয়ারী) বিকেল ৫টায় কুয়াকাটা হোটেল খান প্যালেস প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
গত ২৪ ডিসেম্বর পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক বছর মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনের মধ্য দিয়ে মোঃ জাফর খান সভাপতি, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান নির্বাচিত হন। এছাড়াও সদস্য পদে মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, জাকির হোসেন, স্বপন ব্যানার্জী, আফরিন জাহান নিনা, ও চিন্ময় কর্মকার নির্বাচিত হন। নির্বাচনের দুই মাস পরে নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী আশরাফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক রাজনৈতিক ও গনমাধ্যম কর্মীরা।
Leave a Reply