বেড়ায় এস, এস, সি পরিক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
পাবনার বেড়ায় আজ সকালে বেড়া বি, বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষে এস, এস সির হল কক্ষ পরিদর্শকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত স্কুলে অনুষ্ঠিত আসন্ন এস এস সি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের সাথে মত বিনিময় কালে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেড়া উপজেলা নির্বাহি অফিসার, মোরশেদুল ইসরাম, , বেড়া বি বি সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ, ও আলহেরা একাডেমির অধ্যক্ষ হাকিমুল কবির।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা।
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
তারিখ ১৩/২/২৪ ইং