চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতা-২০২৪ আদ্য ১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ শনিবার বিকাল ০৪:০০ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
পাঁচটি থানা ও পুলিশ লাইন্সসহ মোট ০৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। টানটান উত্তেজনার মধ্যে উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা থানা টিম জীবননগর থানা টিমকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আন্তর্জাতিক মাতৃভাষার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ ও জাতীয় চার নেতাসহ জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগনকে। তিনি সশ্রদ্ধচিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করেন সকল ভাষা শহিদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতা কঠোর ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক অবসাদ দূর করে প্রশান্তি আনয়নে ভূমিকা রাখতে সহায়ক হবে। ফলশ্রুতিতে তাদের কাজের প্রতি আগ্রহ ও কাজের গতি বাড়বে। খেলাধুলা আমাদেরকে বিনোদনের নপাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে। পছন্দ মাফিক খেলাধুলায় পুলিশ সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন। উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; নঈম হাসান জোয়ার্দার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply