কৃষকের অধিকার আদায়ে কৃষক সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৯ শে ফেব্রæয়ারি ২৪ইং সোমবার বেলা ১১টায় রিসো চাষাবাদ প্রকল্পের আওতায় কৃষকের অধিকার আদায়ে কৃষক সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা বীজ প্রত্যয়ন এজেন্সী’র সভা কক্ষ, চুয়াডাঙ্গা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো’র আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক জোটের সভাপতি এসএম আব্দুল মোমিন টিপু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি। উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সম্পাদক শাহজাহান আলী। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতা কামনা করে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কৃষক জোট’র সহসভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার। কৃষি ও কৃষকের উন্নয়নে পাশে থেকে সহযোগিতার আশ^াস দিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, বাংলাদেশ কৃষক সমিতির (কমিউনিষ্ট পার্টি) আহবায়ক লুতফর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির (ওয়ার্কাস পার্টি) সেক্রেটারী জামাত আলী, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, দৈনিক সময়ের সমীকরণের স্টাফ রিপোর্টার মেহেরাব্বিন সানভি, দৈনিক আকাশ খবর এর স্টাফ রিপোর্টার শেখ লিটন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির (কমিউনিষ্ট পার্টি) যুগ্ম আহবায়ক খন্দকার নুরুল ইসলাম ইয়াসিন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির (কমিউনিষ্ট লীগ) আহবায়ক আরশেদ আলী, বাংলাদেশ কৃষক সমিতির (ওয়ার্কাস পার্টি) সহসভাপতি হাসানুজ্জামান খান, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার ইসলাম রকিব, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জামান আখতার, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী।
কৃষক জোটের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষক জোট’র সভাপতি এমদাদুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক জোট’র সভাপতি ইমতিয়াজ হোসেন, জেলা কৃষক জোট’র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলূ, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোট’র সভাপতি আব্দুল জব্বার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসো চাষাবাদ প্রকল্প সমন্বয়কারী মসিয়ুর রহমান। সার্বিক সহযোগিতা করেন চাষাবাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকি, ফিল্ড অর্গানাইজার মামুনুর রশিদ ও সাধন কুমার কর।