নানান আয়োজনে হৃদয়ের বাঘাইছড়ির বর্ষপুর্তি উদযাপন
রাঙ্গামাটি জেলা
প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ের বাঘাইছড়ি ৫ম
বর্ষপূর্তি ও ৬ষ্ট বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
(২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯ ঘটিকায় হৃদয়ের বাঘাইছড়ি প্রতিষ্টাতা মাহমুদুল হাসান সোহাগ এর নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ দলীয় কার্যালয় সামনে থেকে পাঁচ শতাধিক সেচ্ছাসেবী সহ সংগঠনের উপদেষ্টা মন্ডলী দিলীপ কুমার দাস প্রেসক্লাব সভাপতি, গিয়াস উদ্দিন মামুন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ, সিরাজ উদ্দিন সহকারী প্রধান শিক্ষক কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুল কাইয়ুম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ও সম্মানিত অতিথীদের উপস্থিতিতে বর্ণাঢ্য সম্প্রীতি রেলি নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন,
পরে বাঘাইছড়ি উপজেলা মুক্তি যোদ্ধা স্মৃতি জাদুঘরে
বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে এবং
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সকল বীর মুক্তিযোদ্ধা দের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
হৃদয়ে বাঘাইছড়ি উপদেষ্টা ও উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: আতিকুর রহমান পদাতিকসহ, বিশেষ অতিথি মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ও আজিজুর রহমান সহ সকল বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
পরে বক্তাদের বক্তব্যে অসাম্প্রদায়িক, সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন কতৃক কভিড সহ বিভিন্ন দূর্যোগে সেচ্ছাসেবকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়া সহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের ভূয়সী প্রশংসা সহ হৃদয়ে বাঘাইছড়ির সফলতা কামনা করেন।
বিকেল চার টায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: আতিকুর রহমান পদাতিক, বেস্ট অফ অনার মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর জাকির হোসেন, সংবর্ধিত অতিথি শিরানা আক্তার উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি নজরুল ইসলাম অধ্যক্ষ কাচালং সরকারি কলেজ, আব্দুল কাইয়ুম ভাইস চেয়ারম্যান, দিলীপ কুমার দাস সভাপতি প্রেসক্লাব, গিয়াস উদ্দিন মামুন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ, নিজাম উদ্দিন বাবু সাবেক প্রশাসক বাঘাইছড়ি পৌরসভা।
পরে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।