টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন।
মোহাম্মদ মনিরুজ্জামান বিদ্যুৎ, বার্তা সম্পাদক,মুক্তিযোদ্ধা টিভি।
আজ ঐতিহাসিক ৭ইমার্চ।এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রেসকোর্স ময়দান বর্তমানে সরোয়ারদী উদ্যানে লক্ষ লক্ষ জনতার মাঝে ভাষণ প্রধান করেন। যে ভাষণের মধ্য দিয়ে শুরু হয় আমাদের স্বাধীনতার সংগ্রাম। উনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ''। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান" আয়োজন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে উনার প্রতিচ্ছবির রূপে একটি ছোট কিশোরেকে দেখানো হয়। উক্ত আলোচনার সভায় উপস্থিতি ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। তাছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা, নারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন পেশার কর্মকর্তা বৃন্দ।