ড্রেন ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পৌর মেয়রের অভিযান
আলফাডাঙ্গা প্রতিনিধি:
আলফাডাঙ্গা পৌরসভায় নির্বিঘ্নে হাঁটাচলার জন্য ফুটপাতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭মার্চ) দিবাগত রাত ১০টায়, পৌরসভা মেয়রের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মিঠাপুর টেলিকম, মাইমুনা ফ্যাশন পয়েন্ট, ভাই ভাই টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং দোকানে বাড়তি স্থাপনা উচ্ছেদ করা হয়।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তন্ময় উদ্দৌলা মেয়র আলী আকসাদ ঝন্টুকে মোবাইলে ড্রেনের উপর ফুটপাতের কিছু অংশ জুড়ে ইটের কাজ করার পরিপেক্ষিতে অভিযোগ করেন এবং কিছু সময় পরে মেয়র সরজমিনে পরিদর্শন করে সত্যতার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পৌর কর্মকর্তা মেহেদী হাসানকে ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। মেহেদী হাসান পরক্ষণে রাতেই পৌর লোকবল দিয়া ভেঙ্গে ফেলার কাজ শুরু করেন। অবৈধ স্থাপনার জন্য স্কুল কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী এবং সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগের স্বীকার হত।
পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, জনচলাচলের জন্য ড্রেনের উপর বা ফুটপাতে কোন দখলদারি থাকবে না।সবাইকে ড্রেন বা ফুটপাত ছেড়ে দিতে হবে।রাস্তার ওপর কোন প্রকার সাইনবোর্ড রেখে ব্যবসা করা যাবে না। আমাকে নির্বাচিত করেছে জনগণের উপকার করার জন্য। যতদিন ক্ষমতায় থাকি ততদিন জনকল্যাণে কাজ করে যাব।
এসময় প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল, ওয়ার্ড কাউন্সিলর সাহাবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ডালিম, যুবলীগ নেতা নুরুদ্দীন পরাগ সহ অনেকেই মেয়রের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় সচেতন মহলের অনেকেই পৌরমেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন এই জনকল্যাণমুখী অভিযান এবং ড্রেন জুড়ে অবৈধ স্থাপনা আর যেন না বসে সেই দাবি সকলের।