খুলনা দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি। দিঘলিয়া ৮ই মার্চ ২০২৪ এর উপজেলায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলরুম এসে শেষ হয়। উপজেলা হলরুম কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা-দিঘলিয়া উপজেলায় নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের পক্ষে অনুষ্ঠানটি আয়োজন করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ১০২ খুলনা-৪ এর জনাব আব্দুস সালাম মুর্শেদী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন ও আব্দুল রাজ্জাক, অফিসে ছিলেন দিঘলিয়া থানার পুলিশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল শিক্ষা ভবনের কর্মকর্তার জনাব অরিন্দম মন্ডল, প্রানী সম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শেখ মমতাজ শিরিন ময়না, সঞ্চালনের দায়িত্ব পালন করেন তথ্য সেবা কর্মকর্তা জনাব সাঈদা খাতুন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা তনু প্রমূখ।