খুলনা-দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জামিল মোর্শেদ মাসুম এর উঠোন বৈঠক।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জামিল মোর্শেদ মাসুম এর উপস্থিতিতে অদ্য ৯মার্চ রোজ শনিবার বিকাল ৫ঘটিকায় খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া-৪ নং ওয়ার্ড এর মন্তাজ শেখের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকে সভাপতি মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম এছাড়া এতে বক্তব্য রাখেন হোসেন শেখ,জিন্নাত শেখ, ইলিয়াস শেখ, ইকবাল, সৈয়দ আবুল হোসেন, নাহিদ জুম্মান,মফিজুল ইসলাম, স্বর্ণালী খাতুন,হাকিম, রেজাউল ইসলাম, ইদ্রিস। এ সময় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে তিনি খুলনা-৪, আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন
উপস্থিত জনসাধারণের সম্মুখে। উক্ত উঠোন বৈঠকে স্থানীয় জনসাধারণ তাদের এলাকার নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। প্রেক্ষিতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাদের সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেন। এ পর তিনি গোয়ালপাড়া সার্বজনীন পূজা মন্দির এবং রাধা মন্দিরের আর্থিক সহযোগিতা করেন। এবং উপস্থিত সকলের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করেন।
Leave a Reply