চুয়াডাঙ্গা জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং বাজারদর মনিটরিং করেন ডিসি ও এসপি
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বড়বাজার সংলগ্ন নিচের বাজারে
অদ্য ১১ ই মার্চ ২০২৪ ইং সকাল ১১:০০ টায় আকস্মিক কাঁচামালের দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মাছের বাজার, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তদারকি করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পরিদর্শনকালে দোকান মালিকদের দোকানের দৃশ্যমান স্থানে প্রতিটি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পন্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন। জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখা এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ কবীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি); জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা; শেখ সেকেন্দার আলী পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, কামরুজ্জামান চাঁদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর; মাফিজুর রহমান মাফি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর; রিন্টু মহলদার ৩নং ওয়ার্ড কাউন্সিলর; চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগন এবং বাজার কমিটি ও দোকান মালিক কমিটির নেতৃবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ।