শুভ শুভ দিন শুভ জন্মদিন বুশরা জোয়ার্দার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েয়েজিদ জোয়ার্দার
আল্লাহুম্মা বারিক লাহু
মুক্তিযোদ্ধা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বায়েজিদ রহমান জোয়ার্দার এর ছোট মেয়ের শুভ জন্মদিন।
বুশরা জোয়ার্দার ২০১৯ সালে আজকের এই দিনে জন্মগ্রহন করে।
শুভ শুভ শুভ দিন শুভ জন্মদিন বুশরা জোয়ার্দার। আজ আমার ছোট মেয়ে বুশরা জোয়ার্দার এর শুভ জন্ম্ম দিন।
আজকের দিনে মহান আল্লাহ তা’আলা আমাকে ২য় কন্যা সন্তানের বাবা হবার সৌভাগ্য দান করেছিলেন।
বুশরা জোয়ার্দার
এই দিনে পৃথিবীতে এসেছো তুমি মায়ের কোল আলো করে, আমরা দোয়া করি তুমি একজন আলোকিত ও বিবেকভান মানুষ হও. বুশরা আগামীর দিন গুলো তোমার অনেক অনেক সুন্দর হউক।
শুভ জন্মদিন মামণি বুশরা জোয়ার্দার ।
আপনারা তার জন্য দোয়া করবেন যেন সে সততা, নিষ্ঠা ও ঈমানের সাথে জীবনযাপন করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারে।
আমীন
Leave a Reply