জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন পরিষদে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
বাঙালির অবিসাংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে ১৭ মার্চ আজকের এইদিনে বাঙ্গালি জাতির মুক্তির অগ্রদূত গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন পরিষদ ও খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সারাদিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
অদ্য ১৭ মার্চ ২০২৪ ইং সকাল ০৯:০০ ঘটিকায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পন করেন চুয়াডাঙ্গা সদর ৭নং পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম মন্ডল।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য গণ সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনিব হাসি সবার ঘরে” প্রতিপাদ্য সামনে রেখে পদ্মবিলা ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে খেজুরা ডিঙ্গেদহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কেক কাটা হয় এবং দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক, মুক্তিযোদ্ধা টেলিভিশনের জেলা পতিনিধি বায়েজিদ রহমান জোয়ার্দার।পদ্মবিলা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইদ্রিস আলী,খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, ৭নং পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সুমন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ইমদাদুল হক.৭নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন কবির ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ফেরদৌস,১.২.৩.নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শরিফা খাতুন,তথ্য সেবা কেন্দ্রের হাসিবুল হাসান । জাতির সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ; বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা; স্কুলের শিক্ষক ও কোমলমতি ছাত্রছাত্রীরা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply