হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালন
————————————
– মুহাম্মদ শাহীন আল মামুন
বিশেষ প্রতিনিধি
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে
আনবো হাসি সবার ঘরে ” এই শ্লোগানকে সামনে নিয়ে এবছর পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। পবিত্র কোরআন তেলোয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকমণ্ডলীর পক্ষ হতে প্রধান শিক্ষক জনাব এএফএম শামছুদ্দিন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ শাহীন আল মামুন, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, কাজী রিফাত ও গোলাম রসুল অংশগ্রহণ করেন। তাঁরা জাতির জনকের নীতি আদর্শ অনুসরণের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকেও স্বাধীনতা সমুন্নত রেখে একটি সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর আদর্শের উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply