হাতিয়া উপজেলায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
———————————————————
– – মুহাম্মদ শাহীন আল মামুন
বিশেষ প্রতিনিধি
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,
আনবো হাসি সবার ঘরে।”
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায়, রচনা খ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আফিয়াত মাহমুদ প্রীমা, অষ্টম শ্রেণি, আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে জারিন তাসনিম আদিবা অষ্টম শ্রেণি হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে কানিজ ফাতেমা, অষ্টম শ্রেণী, আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় ।এবং রচনা প্রতিযোগিতা গ গ্রুপ( নবম থেকে দ্বাদশ শ্রেণী) তাদের বিষয় ছিল তারুণ্যের মুজিব। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সমীর লাল দাস দশম শ্রেণী, ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরাজুল মুনিয়া, দশম শ্রেণী, আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান ওজন করেছে নুসরাত জাহান শ্রেণী আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয় এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা ক গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী) তাদের বিষয় ছিল শিশুদের মুজিব।ক গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ফাতিয়া তাসনিম আরিয়ানা, পঞ্চম শ্রেণী এ.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে আদনান হোসেন, পঞ্চম শ্রেণী চরকৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাসনুভা জাহান চতুর্থ শ্রেণী, এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয়।এবং চিত্রাংকন খ গ্রুপ (ষষ্ঠ থেকে অষ্টম) তাদের বিষয় ছিল ৭ মার্চের ভাষণ। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে প্রথম হয়েছে হাবিবা আক্তার অষ্টম শ্রেণী ওছখালী এস টি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে উম্মে হাবিবা, অষ্টম শ্রেণী,ওছখালী এস টি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আরাফাত বিন আশরাফ অষ্টম শ্রেণি আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী,সংসদ সদস্য নোয়াখালী ৬ (হাতিয়া)এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়েশা ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব কেফায়েত উল্লাহ এবং জনাব কে এম ওবায়দুল্লাহ। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব সূরাইয়া আক্তার লাকি উপজেলা নির্বাহী অফিসার হাতিয়া, নোয়াখালী।
Leave a Reply