খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ বস্তা চিনি ও ০১টি ট্রাকসহ দুই চোরাচালান কার্বারীকে গ্রেফতার।
খাগড়াছড়ি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮/০৩/২০২৪ খ্রি. রাত ১৯.২০ ঘটিকায় মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০২নং ওয়ার্ড ১০নং ইসলামপুরস্থ টোল প্লাজার সামনে খাগড়াছড়ি টু ঢাকা/চট্টগ্রাম গামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনাস্থল হতে ১। ৪৫ (পঁয়তাল্লিশ) টি সাদা রং এর প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি, যাহার প্রতি বস্তার ওজন ৫০ কেজি করিয়া ৪৫টি বস্তায় সর্বমোট=(৫০×৪৫)= ২,২৫০কেজি, যাহার প্রতি কেজি চিনির দাম ১৪০/-টাকা করিয়া সর্বমোট অনুমান মূল্য =(২,২৫০×১৪০)=৩,১৫,০০০/-(তিন লক্ষ পনের হাজার) টাকা, ২। একটি খাগড়াছড়ি পৌরসভার নামীয় বিবিধ কর আদায়ের রশিদ, ৩। ০১(এক)টি পুরাতন হলুদ ও নীল রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো ট ২২-৬৩৬২ গাড়ি সহ আসামী ১। মোশারফ হোসেন (২৫), পিতা-মীর হোসেন, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-উত্তর গর্জনতলি, ০৩নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা-রামগড়, ২। মোমিনুল ইসলাম (১৮), পিতা-মশিউর রহমান, মাতা-জুলেখা বেগম, সাং-টিএন্ডটি, ০৪নং ওয়ার্ড, ০৩নং পানছড়ি সদর ইউপি, থানা-পানছড়ি, উভয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলাদ্বয় কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply