মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আন্তর্জাতিক ইউনিটের কমিটি গঠন
সৌদি আরব প্রবাসী মনির খানকে সভাপতি এবং লন্ডন প্রবাসী অনামিকা আজম সাধারণ সম্পাদক ও কুয়েত প্রবাসী -সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএমএস এরশাদ হোসেন ও সাধারণ সম্পাদক মনির মোল্লা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার জন্য এই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের জন্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিশেষ ভূমিকা পালন করবে। মুক্তিযোদ্ধা টিভির একান্ত এক সাক্ষাৎকারে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মনির খান বলেন আমাকে যে মহান দায়িত্ব দেয়া হয়েছে তা যথাযথভাবে পালন করার জন্য আমি দেশবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply