কাউখালীতে পৈতৃক সম্পত্তি রক্ষা সহ স্বপরিবার বাঁচার আকুতিতে ৯০ বছরের বৃদ্ধের করুন আত্মনাৎ।
পিরোজপুরের কাউখালীতে পৈতৃক সম্পত্তির রক্ষা সহ স্বপরিবার বাঁচার আকুতি করেন গাঙ্গুলী গ্রামের ৯০ বছরের বৃদ্ধ শুকুর আলী ও তাহার ছেলে মোঃ আবুল কালাম ও তাঁর পরিবার।
এ সময় তিনি বলেন, ভূমি দস্যু মোঃ হারুন খাঁ ও তাহার পুএ মোঃ সোহান আমাদের কে বিভিন্ন ভাবে সবসময় ধমকায়। তাঁরা পারে না এমন কোনো কাজ নেই, তাঁদের সাঙ্গ পাঙ্গ গত ১২ /৩ ২৯২৪ ইং তাং এ আমাদের বসতবাড়ি থেকে দুই লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়। এসময় আমরা বাধা দেওয়ায় আমার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরো বলেন, তোরা বাঁচতে পারবি না তোরা গরীব তোদের কিছু করার ক্ষমতা নেই।
ভূমি দস্যু হারুন খাঁ আমাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে আক্রমণ করে।
এসময় শুক্কুর আলী বলেন, আমার মায়ের নামে ২৪/০১/১৯৪১ সালে সাব—কবলা মূলে জমি ক্রয় করা হয়। নাঙ্গুলী মৌজার বি,এস ১৫৮ নং খতিয়ানের ২৯ শতাংশ জমি আমরা ৮০ বছর ধরে ভোগ দখলে আছি। ভূমি দস্যু হারুন খা আমার সম্পত্তি ভোগ দখল করতে চায়। গায়ের জোরে অন্যের সম্পত্তি জোর জুলুমে গ্রাস করত চায়।তারা আইন কানুন বিচার ব্যবস্থা কিছুই মানিতে চায় না।
ভূমিদস্যু হারুন খাঁ এই নাঙ্গুলী গ্রামের অনেক পরিবারের জায়গা এভাবে দখল করে আসছে বিগত দিন থেকে।
আমরা দলিল মূলে ২৯ শতাংশ ভূমির মালিক উক্ত ভূমিতে অমরা পরিবার পরিজন নিয়া বাড়ী, ঘর, বাগান, পুকুর, গাছ পালা লাগাইয়া পূর্বপুরুষ থেকে বসবাস করিতেছি।
ভূমিদস্যু হারুন খাঁ ভূয়া রেকর্ড দেখাইয়া আমাদের ভূমি জোর পূর্বক ভোগ দখল করিবার পায়তারা করিতেছে ।
আমার একমাত্র সন্তান মোঃ আবুল কালাম ৩টি মেয়ে নিয়ে ভয়ে দিনরাত চুপসে থাকে কখন যেনো জানে মেরে ফেলে সম্পত্তির জন্য ।
গত ১২/০৩/২০২৪ ইং তারিখে প্রতিপক্ষগণ হঠাৎ করে আমার ভোগ দখলীয় জমি দখল করিবার চেষ্টা চালায়। তখনও আমাদের উপরে হামলা চালায়। আমরা জীবন বাঁচানোর জন্য আমরা আইনের সহায়তা কামনা করি। গত তিনদিন আগে ভূমিদস্যু হারুন খাঁ তাহার ছেলে সোহান ও আরো নাম না জানা কিছু লোকজন নিয়ে আমার বাড়ীতে আবার গাছ কাটতে আসে অজ্ঞাত নামা ২০/২৫ জন হবে। বাগানের সব গাছ কেটে নিয়া যায়।
তখন আমি কাউখালী থানা অফিসার ইনচার্জ কে জানালে, তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান ঘটনাস্থলে পুলিশ এসে উভয় কে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য নোটিশ প্রদান করেন।
ঘটনাস্থল থেকে যখন পুলিশ চলে যায় তখন আবারো আমাদের জীবন নাশের হুমকি দেয় ।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার স্বপরিবারে বাঁচার জন্য ফরিয়াদ জানাি এবং সরকারের উপর মহলের সজাগ দৃষ্টি কামনা করছি।
এখন আমি আমার পরিবার সদস্যদের নিয়ে পৈত্রিক সম্পত্তিতে যাহাতে বসবাস করিতে পারি তাহার সহায়তায় কাউখালী উপজেলা প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।
Leave a Reply