খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি সদর থানা পুলিশ ইয়াবা সহ আটক ২
খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) সর্বোচ্চ সোচ্চার। এই সকল ঘৃণিত অপরাধীদের অপরাধ রুখে দিতে জেলার পুলিশ সুপার মহোদয়ের সুদৃঢ় ও বিচক্ষন দিকনির্দেশনায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুকৌশলে প্রতিনিয়ত এমন অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে খাগড়াছড়ি সদর থানার একটি চৌকস দল খাগড়াছড়ি সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচলানাকালে অদ্য ২৩/০৩/২০২৪ খ্রি. বিকাল-১৬:২৫ ঘটিকার সময় খাগড়াছড়ি থানাধীন ০৯নং পৌর ওয়ার্ডস্থ মহিলা কলেজ সংলগ্ন আপার পেরাছড়া এলাকায় ২২(বাইশ) পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী- ১. অন্তর চন্দ্র নাথ(২১), পিতা-গোপী নাথ, মাতা-কাঞ্চন বালা নাথ ,স্থায়ী: গ্রাম- নতুন পাড়া (থলি পাড়া) , থানা- মহালছড়ি, জেলা -খাগড়াছড়ি, ২. মোঃ আজিম হোসেন(১৮), পিতা-আবদুল খালেক, মাতা-আরিফা বেগম ,স্থায়ী: (শান্তিনগর) , থানা- মহালছড়ি, জেলা –খাগড়াছড়ি পার্বত্য জেলাদ্বয়’কে গ্রেফতার করেন । বিধি মোতাবেক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ।