খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি পার্বত্য জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
রোজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ ঘটিকায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তার পরে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর,
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন,
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মেলেন্দু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা:মোহাম্মদ সাবের, শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা নির্বাচন অফিসার মো: কামরুল আলম এবং আরও কর্মকর্তা কর্মচারীগন সকল শহিদদের ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
খাগড়াছড়ি জেলা সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবং খাগড়াছড়ি জেলার সকল উপজেলা গুলোতে দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জীবিত ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি একটি একটি করে রজনী গন্ধা ফুল তুলে দেন এবং তাদের মাঝে সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ করেন।