বিশ্বজিৎ সরকার, বিশেষ প্রতিনিধি
২৬ মার্চ -মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ৩০ লক্ষ শহীদও সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা I বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ , উপজেলা কমান্ড,বটিয়াঘাটা, খুলনার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ভারপ্রাপ্ত কমান্ডার UNO মহোদয়, AC Land মহোদয়,OC মহোদয় ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ,উপজেলা কমান্ড, বটিয়াঘাটা, খুলনার নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদান ও এরপর উপজেলা কমপ্লেক্স ভবনে উপজেলা পরিষদ , প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর সংসদ সদস্য- শ্রীননী গোপাল মন্ডল এর উপস্থিতিতে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্বাদের সম্বর্ধনা প্রদান করেন I জয় বাংলা জয়বঙ্গবন্ধু ধ্বনিতে সম্বর্ধনাস্থল প্রান চাঞ্চল্যে ভরে ওঠে। সকলের জন্যরইল অনেক অনেক শুভকামনা ।জয় বাংলা-জয়বঙ্গবন্ধু I শ্রদ্ধান্তে ,
বিশ্বজিৎ সরকার
সভাপতি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
উপজেলা কমান্ড ,বটিয়াঘাটা ,খুলনা
সহ সভাপতি , জেলা কমান্ড , খুলনা I
Leave a Reply