পাবনার বেড়ায় শিক্ষিকা রত্নার আঘাতে প্রতিবেশি লাকি আহত। জীবন বাচাতে ৯৯৯ নাইনে ফোন ।
পাবনার বেড়ায় গতকাল বিকাল ৪ টার সময় শিশুদের খেলা কে কেন্দ্র করে ঝগড়া প্রতিবেশি লাকি কে পিটিয়ে আহত করেছে বেড়া উপজেলার চরপেচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা মোছাঃ সানজিদা খাতুন রত্না । জীবন বাচাতে লাকি ৯৯৯ নাইনে ফোন দেন। স্থানীয়রা লাকি কে উদ্ধার করে বেড়া,উপজেলা হাসপাতালে ভর্তি করেছে ।
স্থানীয়া সুত্রে জানা যায় পাবনার বেড়াপৌর মহল্লার বনগ্রামের মো আলামিনের সন্তান নাফি ৪'ও তার ভাতিজা সানি বাড়ির পাশে মাঠে খেলা ধুলা করছিল সে সময় শিক্ষিকা রত্নার ছেলে চলে এসে তাদের বিরক্ত করে।
আলামিনের ভাতিজা মাঠে খেলতে ছিল। রত্নার ছেলের তার ভাতিজার সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় ও ঝগড়া লাগে। রত্নার ছেলে আলামিনের ছেলের গায়ে হাত তোলে। পরে আলামিনের বউ লাকি আক্তার বিষটি জানাতে গেলে যান রত্নার বাসায় আপনার ছেলে আমার ছেলে মেরেছে। রত্না বলে মারছে তাই কি হয়েছে। পরে এক কথায় দুই কথায় ঝগড়া লেগে যায় তখন রত্বনা সহ মিজু মোল্লার মেয়ে রত্না, ইতি, ও মোল্লার ছোট বউ এই তিনজন মিলে আলামিনের বউ। লাকিকে ইচ্ছে মত মারধর করে মিজু মোল্লার মেয়ে ইতি কাটা চামচ দিয়ে বলে তোর চোখ তুলে নিব। কাটা চামচ দিয়ে মুখে আঘাত ও লাথি মারে তিন জন মিলে এলোপাথর মারধর শুরু করে আহত করে ফেলে তার চিৎকারে স্থানীয় ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরে ৯৯৯ নাইনে ফোন দিয়ে রক্ষা পেয়েছে।
।লাকির স্বামী আলামিন বলেন, আমি বাইরে চাকরি করি রত্না কারনে অকারনে যখন তখন আমার বউ কে মারধর করে খুব নির্যাতন করে । কিছু বললে হুমকি ধামকি দেয়। এর পুর্বেও আমার মা ও স্ত্রী সন্তান কে মারধর করছে। আমি প্রশাসনের নিকট বিচার চাই। শিক্ষিকা রত্নার সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তিনি ব্যাস্ত বলে এরিয়ে যান
বেড়া মডেল থানার ডিউটি অফিসার জানান ৯৯৯ থেকে ফোন এসেছিল বিষটি সম্পকে খোজ খবর নেওয়া হচ্ছে তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা
তারিখ ২৮/৩/২৪
তারিখ ০১৭১৩৭৩০৫৫২