খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি জেলা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে ২৪ ঘন্টার মধ্যে টাঙ্গাইল হতে উদ্ধার, আটক ০২
বাদী রঞ্জন ত্রিপুরা (৫৬), পিতা-মৃত খীর চন্দ্র ত্রিপুরা, মাতা-কানন বালা ত্রিপুরা, সাং-তৈকাতাং, ০১নং ওয়ার্ড, ০৬নং মাটিরাঙ্গা সদর ইউপি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা গত ৩০/০৩/২০২৪ তারিখ মাটিরাঙ্গা থানায় হাজির হয়ে জানান যে, বাদীর মেয়ে ভিকটিম খাগড়াছড়ি সরকারী কলেজের দ্বাদশ ১ম বর্ষের ছাত্রী। সে তার বড় বোনের বাসায় থেকে পড়ালেখা করে। গত ২৪/০৩/২০২৪ খ্রি. সকাল অনুমান ০৮.২০ ঘটিকায় ভিকটিম বাসা হতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গেলেও সে বাসায় না ফেরায় বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের পিতা তার বড় মেয়ের নিকট হতে জানতে পেরে চার দিকে ভিকটিম কে খোঁজাখুজি করেও না পেয়ে মাটিরাঙ্গা থানায় হাজির হয়ে নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং সাক্ষীদের নিকট হতে ভিকটিমের পিতা জানতে পারেন যে, ভিকটিম গত ২৪/০৩/২০২৪ তারিখ সকালে তার বড় মেয়ের বাসা হতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়ে মাটিরাঙ্গা পৌরসভার ০৫নং ওয়ার্ড হাসপাতাল মোড়স্থল খাগড়াছড়ি টু ঢাকা/চট্টগ্রাম গামী পাকা রাস্তার উপর সকাল আনুমান ০৮.৩০ ঘটিকায় সিএনজি গাড়ীর অপেক্ষায় থাকলে আসামী মোঃ রাকিব হোসেন (২০) অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় জোরপূর্বক সিএনজি গাড়ি যোগে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা থানায় হাজির হয়ে উক্ত বিষয়ে এজাহার দায়ের করলে তার লিখিত এজাহারের ভিত্তিতে মাটিরাঙ্গা থানায় মামলা করা হয়।
মামলার তদন্তের প্রারম্ভে আধুনিক তদন্ত কৌশল ও বিশ্বস্থ গুপ্তচর নিয়োগ করে খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সার্বিক তত্ত¦বধানে ও সুস্পষ্ট দিক নির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক টিম ২৪ ঘন্টার মধ্যে আধুনিক তথ্য প্রযূক্তি ব্যবহার করে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে টাংগাইল জেলার ধনবাড়ী থানাধীন এলাকায় মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ রাকিব হোসেন (২০) ও ২। আমিনুল ইসলাম (২৫) দুইজন কে গ্রেফতার পূর্বক অপহৃত ভিকটিম কে আসামীর অবৈধ হেফাজত হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ এবং ভিকটিম কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।