যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ৬ এপ্রিল (২৬ রমজান) যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গণপাঠাগার পাঠকক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগার” নামে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর রমজান মাসে বীর মুক্তিযোদ্ধাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠাগারের পাঠকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
বিকাল সাড়ে পাঁচটায় গণপাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে ২ নং ওয়ার্ডে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন (মাস্টার), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর জ্যেষ্ঠ পুত্র বীর পুত্র এস এম আবু বকর ও বীর পুত্র মোঃ ওমর ফারুক প্রমুখ।
গণপাঠাগারটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর কনিষ্ঠ পুত্র বীরপুত্র মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে ইফতারে অংশ নেন পাঠাগারের উপদেষ্টা অভয়নগর সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী মোস্তফা ফারুক আহমেদ, ব্যবসায়ী আব্দুল কাদের মোল্লা, ব্যবসায়ী আব্দুর রহিম, খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষক আশিকুর রহমান, পাঠাগারের সহ সম্পাদক সিডল টেক্সটাইল মিলের কর্মকর্তা ওহিদুল ইসলাম, এ আলী হোসেন (মাস্টার), মহাকাল পাইলট বালিকা বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক সেলিম কাজী, পাঠাগারের সদস্য শাহাদাত হোসেন মোল্লা, পাঠাগার সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, সহ-সম্পাদক তাইবুর রহমান মোল্লা, ব্যবসায়ী জাকির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর পৌত্র সাইফুল্লাহ ওমর সাইফ, আব্দুল্লাহ ওমর সিয়াম, আসাদুল্লাহ, আব্দুর রহমান, ব্যবসায়ী আব্দুল মালেক, হাফেজ তানভীর, ফরিদুর রেজা সাগর, শিক্ষার্থী আসাদ, সাদিক প্রমূখ।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং আমাদের করণীয় শীর্ষ আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মশরহাটি বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব এবং পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর মোহাম্মদ শেখ সহ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী, যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।
Leave a Reply