গাজী মনজুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক, মুক্তিযোদ্ধা টিভি।
মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে অনামিকা আজম ফাউন্ডেশন।
-নোয়াখালীর চাটখিল উপজেলায় আনুমানিক ২০১৯ সালেই প্রতিষ্ঠিত হয় অনানিকা আজম নামের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলী আজম খোকার কন্যা এবং যুক্তরাজ্য প্রবাসী দ্বৈত নাগরিক অনামিকা আজম।শুরুতে এই ফাউন্ডেশনের তেমন একটা পরিচিতি না থাকলেও বিশেষ করে করোনাকালীন সময়ে উক্ত ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমেই সকলের নজরে আসে অনামিকা আজম ফাউন্ডেশন।বছর গড়াতেই ধীরে ধীরে অনামিকা আজম ফাউন্ডেশনের কাজের পরিধি ক্রমশ বাড়তে থাকে।অনামিকা আজম ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকে।অনামিকা আজম তার নিজস্ব অর্থায়নে উক্ত ফাউন্ডেশন তার কতিপয় কিছু স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাঠ পর্যায়ে পরিচালনা করে থাকেন।উক্ত ফাউন্ডেশনের কাজের পরিধি সম্পর্কে জানতে চাইলে অনামিকা আজম বলেন:এই পর্যন্ত আমি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে প্রায় অর্ধ কোটি টাকা এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের গরিব,এতিম,বিধবা এবং সুবিধাবঞ্চিতদের মাঝে দান করেছি এবং অদূর ভবিষ্যতেও আমার এই দান অব্যাহত থাকবে।অনামিকা আজম ফাউন্ডেশনের কার্যক্রম চাটখিল-সোনাইমুড়ী থেকে শুরু করে কুমিল্লা,সিলেট,ঢাকা সহ আরো অন্যান্য অঞ্চলের মানুষদের কাছে পৌছে যাচ্ছে।অনামিকা আজম ফাউন্ডেশনের স্বার্থ সম্পর্কে জানতে চাইলে অনামিকা আজম আরো বলেন আমি বেড়ে উঠা সুদূর লন্ডনে হলেও দেশের সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে কিছু কিছু করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমি আমার উক্ত ফাউন্ডেশন গড়ে তোলা এবং তার মাধ্যমেই আমি আপামর জনতার পাশে থাকতে চাই এবং তাদের দুঃখ মোচন করার ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই ফাউন্ডেশন।বর্তমানে প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই অনামিকা আজমের সরাসরি দিক নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে অনামিকা আজম ফাউন্ডেশন।
Leave a Reply