সরাইলে সাংবাদিক এমডি জালাল এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ছিল সর্বস্তরের মানুষের মিলনমেলা।
মো: শফিকুল ইউনুছ (এবাদুল্লাহ)
বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টিভি, সরাইল,ব্রাহ্মণবাড়িয়া।
প্রতি বছরের ন্যায় এবারও ২৬ রমজান ৬ এপ্রিল ২০২৪ তারিখে এলাকার শতাধিক দুস্হ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জিনদের ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট ও বিবিসি নিউজ২৪ এর হেড অব নিউজ সাংবাদিক এমডি জালাল। এমডি জালালের সভাপতিত্বে ও সমাজসেবক আলমগীর মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক ২ বারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ইসমত আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মো: মাহফুজ আলী ও মো: ইকবাল হোসেনসহ বিভিন্নস্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।