অসহায় মানুষের আস্থার শেষ ঠিকানায় পরিণত হচ্ছে অনামিকা আজম ফাউন্ডেশন।জ্বী হ্যা,আমরা যতটুকু প্রচার করি তার চেয়ে বেশী কার্যক্রম করে থাকি।চাটখিলে আমরাই একমাত্র ফাউন্ডেশন যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় মাধ্যমেই কার্যক্রম পরিচালনা করে আসতেছি।সে সকল সাহায্যপ্রার্থীদের প্রচারের সম্মতি থাকে না আমরা সেগুলো প্রচার করি না।তাছাড়া প্রচারের একটাই উদ্দ্যেশ্য যাতে করে অন্যান্য সুবিধাভোগী যারা আছে তারা যেন অনামিকা আজম ফাউন্ডেশনের সেবা নিতে পারে এবং আমাদের কার্যক্রম সম্পর্কে ধারণা রাখে।আমাদের ৮০%সাহায্যের আবেদন এসেছে একমাত্র এইসকল ফেসবুক পোস্ট দেখাদেখির মাধ্যমেই সুতরাং প্রচার নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করে থাকেন কিন্ত আমাদের এই প্রচার দেখেই ৮০%মানুষ পরবর্তীতে আমাদের কাছে সাহায্য চেয়েছে এবং আমরাও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাবা অনামিকা আজম ম্যাডামের সাথে পরামর্শ এবং ওনার নির্দেশ মোতাবেক সেবা পৌছে দিয়েছি।চাটখিলের এই রিক্সা চালক ব্যক্তিটি একজন প্রতিবন্ধী মানুষ।রিক্সা চালিয়েই তিনি তার জীবিকা নির্বাহ করে থাকেন।কিন্ত রিক্সার যান্ত্রিক ত্রুটির কারণে যখন রিক্সার প্যাডেল ঘোরা বন্ধ হয়ে যায় এমত পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো খুরিশদ আলমের পাশে দাড়ায় অনামিকা আজম ফাউন্ডেশন।উক্ত সহায়তা পেয়ে তার ভাগ্যের বাহনের চাকা আবারো সচল হয় এবং তৃপ্তিময় হাসিতে আল্লাহর কাছে অনামিকা আজমের জন্য দোয়া করেন।
Leave a Reply