চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন গরীব রুহানি মাসুম
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আসন্ন ২১শে মে উপজেলা নির্বাচন উপলক্ষে
অদ্য ১৭ই এপ্রিল ২৪ইং বেলা ১১.০০ সময় মনোনয়ন জেলা নির্বাচন কমিশনার এর কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন সদর
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক গরীব রুহনী মাসুম।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন বিপুল শরীফ ট্রেডিং এজেন্সি পরিচালক বিপুল শরীফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবু হাশেম, আলিফ জোয়ার্দার, সোহেল রানা ,পৌর কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন নিয়তি সহ অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
গরীব রুহানি মাসুম চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সততার সহিত দায়িত্ব সুনামের সাথে পালন করেন।
মনোনয়ন দাখিল শেষে গরীব রুহানি মাসুম সাংবাদিকদের বলেন,
'যতদিন বেচে আছি এই চুয়াডাঙ্গা এবং এই জনপদের মানুষের জন্য আমি ন্যায়ের পক্ষে কাজ করে যাবো আপোষহীন ভাবে। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সম্মানী ভাতা আমার উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে আমি বিলিয়ে দিবো। একজন ভাইস চেয়ারম্যান এর যতটুকু কার্যক্ষমতা তার সবটুকু দিয়ে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখা হাসিনার নেতৃত্বে এই উপজেলার সকলকে সাথে নিয়ে উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাবো।