চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায়
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৮ ই এপ্রিল ২৪ইং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ এর আলোচনা সভা
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক DC Chuadanga ড.কিসিঞ্জার চাকমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডঃমশিউর রহমান,চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
আলোচন সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি বাড়ি একটি খামার কর্মকর্তা আনোয়ার হোসেন।