সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য।
মোছা:রিক্তা খাতুন,কাজিপুর, প্রতিনিধি।
প্রধান অতিথী জনাব: মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ।
সভাপতি জনাব মো: সোহরাব হোসেন,উপজেলা, নির্বাহী অফিসার, কাজিপুর, সিরাজগঞ্জ।
অতিথী মো: খলিলুর রহমান সিরাজী, উপজেলা চেয়ারম্যান, কাজিপুর, সিরাজগঞ্জ।
১৮ এপ্রিল ২০২৪ সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করেন।সকাল ১০টা থেকে কাজিপুর থানা,ভূমি অফিস,নির্বাহী কার্যালয়,ডিজিটাল সেন্টার,মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার দর্শন,কমিনিটি ক্লিনিক,একটি উন্নয়ন প্রকল্প কাজিপুর উপজেলায় পরিদর্শন করেন।
চাকুরি থেকে অবসর পর এক সাথে পাবেন পেনশনের বড় একটি অংক।যা থেকে করবেন নতুন বড় বিনিয়োগ যা হবে অবসরে দিনে চলার অবলম্বন। পেনশন টাকায় প্লট বা ফ্ল্যাট করার স্বপ্ন থাকে অনেকেরেই।তবে এ মনভাবেও পরিবর্তন ঘটবে।সার্বজনীন পেনসন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলা দেশি নাগরিক অংশ নিতে পারবেন।তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিক গনও ১০ বছর অর্থ প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।
পেনশনের টাকা তোলার জন্য কোনো অফিসে যেতে হবে না। আপনার ব্যাংক আকাউন্টে পেনশন স্বয়ংক্রিয়ভাবে জমা হবে।পেনশন স্কিম ও অর্থ হার যে কোনো সময় পরিবর্তন করা যাবে।
তবে,পেনশনার আইডি অপরিবর্তিত থাকবে।প্রত্যেক মানুষের জন্য পেনশন করা হবে।সরকারি পেনসনের পরিবর্তে সার্বজনীন পেনশন করা হবে।মহোদয়গন উপস্থিতি বলেন যারা সরকারি চাকুরী করে না অথবা প্রাইভেট চাকুরী করেন তাদের সবার জন্যই এটা ভালো দিক সার্বজনীন পেনশন স্কিম।