খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মাটিরাঙ্গা অপহৃত ভিকটিম উদ্ধারসহ মূল অপহরনকারী আটক
বাদী সোনাময় চাকমা (৫২), পিতা—মৃত বীরবাহু চাকমা, সাং—বগাপাড়া, ০১নং ওয়ার্ড, ০১নং তাইন্দং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা থানা—মাটিরাঙ্গা, জেলা,খাগড়াছড়ি
গত ১৭/০৪/২০২৪ তারিখ মটিরাঙ্গা থানায় এসে অভিযোগ করেন যে, তার মেয়ে রাঙ্গামাটি সরকারী কলেজ এর ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী। গত ৩১/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাদীর মেয়ে রাঙ্গামাটিতে যাওয়ার উদ্দেশ্যে বাদীর বাড়ী থেকে বাহির হলে মাটিরাঙ্গা থানাধীন ০১নং তাইন্দং ইউনিয়নের ০১নং ওয়ার্ড বগাপাড়াস্থ তাইন্দং বাজার থেকে অজ্ঞাতনামা লোকজন জোরপূর্বক সিএনজি গাড়ি যোগে তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়া যায়।
এই বিষয়ে বাদী মটিরাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করলে বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/ ২০২০) একটি মামলা রুজু করা হয়। উক্ত ঘটনাটি পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলার নজরে আসার সাথে সাথে পুলিশ সুপার সার্বিক তত্ত্বাবধান ও বিচক্ষন দিক নির্দেশনায় অপহৃত ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের একাধিক চৌকস টিম একযোগে কাজ শুরু করে। সকল তথ্য সূত্র বিশ্লেষন করে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল প্রাপ্ত তথ্য সূত্রের ভিত্তিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকাসহ কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে অবশেষে কুমিল্লা জেলা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয় এবং উক্ত অপহরণের সাথে জড়িত মূল আসামী মোঃ আলমগীর হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আলমগীর হোসেন (২৫) কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং উক্ত অপহরনের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে।