বজ্রমেঘের অবস্থান জানতে ৩সেকেন্ড বিপ রুল/৩ সেকেন্ড কাউন্টিং রুল/নিয়ম-
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আমরা অনেকেই জানি, কোনো কিছুর বেগ যদি মোটামুটি স্থির থাকে তাহলে সময়ের সাথে/প্রেক্ষিতে কতদূর অতিক্রম করবে তা আমরা নিচের সূত্রটি দিয়ে বের করতে পারি।
দূরত্ব= বেগ xসময়
মেট্রিক একক ব্যবহার করলে
বেগের একক মিটার/সেকেন্ড
সময়ের একক সেকেন্ড
ও দূরত্বের একক মিটার।
যদি বাতাসের বেগ গড়ে ৩৪০ মিটার/সেকেন্ড ধরি তাহলে ৩সেকেন্ড শব্দের অতিক্রান্ত দূরত্ব উপরের সূত্র থেকে বের করতে পারি।
এক্ষেত্রে
দূরত্ব= (৩৪০x৩) মিটার বা ১০২০ মিটার বা প্রায় ১ কিলোমিটার।
এখন বজ্রমেঘের বিষয়ে আসা যাক-
বিজলির চমক দেখার পর স্বপ্প বিরতি দিয়ে ১,২,৩ গুণার পর যদি বজ্রের শব্দ শোনা যায় তাহলে বুঝতে হবে গণনাকারী থেকে বজ্রমেঘটি প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থান করছে।আর ২ গুনার পরপরই যদি বজ্রপাতের শব্দ শোনা যায় তাহলে বুঝতে হবে এটি অনেক কাছে আছে।আর যদি ১গোনার পরই শব্দ শোনা যায় তাহলে বুঝতে হবে এটি অতি নিকটে আছে।এবং প্রায় মাথার উপর অবস্থান করছে।মুহূর্ত বিলম্ব না করে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে তখন।
আর, বিপরীতভাবে বিজলির চমক দেখা ও শব্দ শোনার সময়ের পার্থক্য ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বজ্রমেঘটি দূরে সরে যাচ্ছে ও নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে। (স্বল্প বিরতি দিয়ে ১,২,৩ গুনতে মোটামুটি ৩সেকেন্ড সময় লাগে।)
বজ্রপাত থেকে জীবন-জীবিকা সুরক্ষিত করতে ৩সেকেন্ড নিয়মটিকে অনুসরণ করে তৎপরবর্তী ব্যবস্থা গ্রহণ করলে প্রাণ ও সম্পদহানি রোধ করা যাবে অনেকাংশে।
Leave a Reply