বোয়ালমারীতে সাংবাদিক আব্দুল্লাহ উপর দুর্বৃত্তদের হামলা
প্রেসক্লাব আলফাডাঙ্গা
এস কে রাজু
ফরিদপুরের বোয়ালমারীতে রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার খন্দকার আব্দুল্লাহ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে শনিবার (১১ মে) বিকেলে বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন একটি চক্র। এই ঘটনায় স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
জানা যায়, বোয়ালমারী পৌরসভা এলাকার একটি চক্র সম্প্রতি সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। স্থানীয় পুলিশ ঘটনা জানার পর তাদেরকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ নিজের ফেসবুক ওয়ালে একটি কৌশলী বা নাম-ধামহীন স্ট্যাটাস দেন। এতে ঐ চক্রটি ব্যাপক ক্ষিপ্ত হয়। এরই জের ধরে ঘটনার দিন বিকালে আব্দুল্লাহ তার নিজ গ্রাম সাতৈর থেকে বোয়ালমারী সদরের উক্ত চৌরাস্তা এলাকায় পৌঁছালে সেখানে ঔৎ পেতে থেকে ঐ চক্র তার গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। একপর্যায়ে চক্রটি সাংবাদিক আব্দুল্লাহকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করেন। এ খবর তাৎক্ষণিকভাবে সাংবাদিকতা অঙ্গনে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুল্লাহকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
প্রেসক্লাব বোয়লমারীর সভাপতি এ্যাডঃকোরবান আলী বলেন,আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদি ভুল করে থাকেন তবে সেটা আলোচনা করে সমাধান করে যেত,সে দিকে না গিয়ে একজন সংবাদ কর্মীকে রাস্তায় ফেলে মারধর করতে হবে-এটা ঠিক নয় এবং দূঃখজনকও বটে। সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ বলেন,যারা আমাকে মেরেছে তারা (রাসেল) বোয়ালমারী চৌরাস্তয় সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশি পেশিশক্তি ক্ষমতা বলে চাঁদা আদায় সহ সমাজে নানা কুকর্মের সঙ্গে যুক্ত। পেশী শক্তির উপর ভর করে চক্রটি অন্যায় ভাবে আমাকে লাঞ্ছিত করার স্পর্ধা দেখিয়েছে। আমি আইনগত ভাবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হইবে।