মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনামিকা আযম ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান অনামিকা আযম মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্হাপন করে চলেছেন। সেই সুদূর লন্ডন প্রবাসী হয়েও নোয়াখালী চাটখিল উপজেলা সহ সারা বাংলাদেশে অনামিকা আযম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে সাহায্যের হাত বাড়িয়ে অসহায় মানুষদের পাশে তিনি দাড়িয়েছেন। এটা সত্যিই এক মানবিকতার বিরল দৃষ্টান্ত। যেখানেই অসহায় মানুষের আর্তনাদ ঠিক সেখানেই মানবতার ফেরী নিয়ে হাজির অনামিকা আজম।কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চিতড্ডা গ্রামের অসহায় দিনমজুর জব্বার মিয়া কে অনামিকা আজম ফাউন্ডেশনের পক্ষ থেকে রিক্সা ক্রয়ের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।সম্প্রতি জব্বার মিয়ার পূর্বের রিক্সাটি চুরি হয়ে যাওয়াতে তিনি প্রায় পাগলপারা হয়ে যান,একমাত্র জীবিকা নির্বাহ করার সম্ভলটুকু হারিয়ে অনেকটাই পথে বসে যান জব্বার মিয়া। এরুপ পরিস্থিতিতে অসহায়ের মতো চারদিকে সাহায্যের জন্য সবার দ্বারে দ্বারে ঘুরে কিছু টাকা সংগ্রহ করলেও তেমন কোন সহযোগিতা পান নি।বিষয়টি অনামিকা আজমের একজন প্রতিনিধির চোখে পড়লে জব্বার মিয়ার এই করুণ পরিস্থিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম কে অবগত করা হয় এবং তিনি তৎক্ষনাৎ অর্থ সহায়তা প্রদান করে জব্বার মিয়ার পাশে দাড়ান। এই মানবিকতার বিরল দৃষ্টান্ত ইতিহাস হয়ে থাকবে হৃদয়ের ভিতরে।