বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
এইচ এম মনিরুজ্জামান লিডার, বরিশাল বিভাগীয় প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১ রনাঙ্গনী বীর মুক্তিযোদ্ধা উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ এর বাসিন্দা আব্দুর রাজ্জাক মাস্টার(৭৫) বছর বয়সে ব্রেন স্ট্রোক করে জনিত কারনে সকাল ৭ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে নাতি নাতনি সহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজা নামাজ তালাপ্রসাদ প্রাথমিক স্কুল মাঠে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
জাতির এ বীর সন্তানের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ালীগের নেতৃবৃন্দ,বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরিশাল জেলার সভাপতি শফিক শাহিন ও সাধারন সম্পাদক এইচ এম মনিরুজ্জামান লিডার, বানারীপাড়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ,বানারীপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভির শোক জানিয়েছেন।