খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ আহত ৬
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৯ মে) ১টা ৩০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলার ১নং ওয়ার্ড গাজীনগর জুম্মাপাড়া মোঃ ইকবাল কাজীর খামার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শি মোঃ ইকবাল হোসেনের স্ত্রী মরিয়ুম বেগম জানায়, বিকালের দিকে গুড়িগুড়ি বৃষ্টিতে খামার বাড়িতে টিনের চাপড়া ঘরে সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য বসেছিল। মরিয়ুম বেগম বৃষ্টি থেকে বাঁচতে খামারের একটু দুরে একটি গাছের নিচে বসেছিল। হঠাৎ বাহিরে বিকট শব্দে বজ্রপাত ঘটলে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে বজ্রপাতের অংশিক অংশ ডুকে পড়ে এতে একই পরিবারের ৪ জনসহ নিকটতম ২ জন আত্মীয় আহত হয়। এসময় খামার বাড়ির আশপাশে থাকা ২টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের অবস্থা আশস্কা জনক দেখে প্রতিবেশীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
আহতদের মধ্যে একই পরিবারের রাবেয়া বেগম(২৯) সরাফত আলী (৩০) মো. আনিছ(৩২) ও সরবানু(৪৮) এবং তাদের নিকট আত্মীয় মোস্তফা (৩৭) এবং লোকমান হোসেন(৫২) সর্ব মোট ৬ জন।
এদের মধ্যে আনিস ও মোস্তফা নামের দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল খাগড়াছড়িতে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
০১৮৮৩৮১০০২০