খাগড়াছড়ি সদর উপজেলায় বেসরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো.দিদারুল আমল
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে মো. দিদারুল আলম ১৬হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্তোষিত চাকমা দোয়াত কলম প্রতীকে ৮হাজার ৫৬৫ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২১মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে খাগড়াছড়ি জেলার ৩ টি উপজেলায় নির্বাচন হয়েছে। তিনটি উপজেলা পরিষদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলা, ও দীঘিনালা উপজেলা রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা (পুরুষ) তালা প্রতীকে ১৬হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আসাদ উল্লাহ বই প্রতীকে পেয়েছেন ১০হাজার ৪১৭ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা ) পদে কল্যাণী ত্রিপুরা কলস প্রতীকে ১৭হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপু ত্রিপুরা ১১হাজার ৬৭৭ ভোট পেয়েছেন।
ভোট গ্রহণ শেষে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি রির্টানিং কর্মকর্তা নাইমা ইসলাম রাতে এ ফলাফল ঘোষণা করেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩৯ হাজার ৯২৪টি এবং বাতিল ভোট ১হাজার ১৫ টি
সর্বমোটঃ ভোট কাস্টিং ৪০হাজার ৯৩৮ভোট।
ভোট প্রদানের হার শতকরা ৪৪.০৮ ভাগ।