খুলনা দিঘলিয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানকে প্রাণঢালা অভিনন্দন।
মোঃ জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা টিভি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনের ২য় ধাপে ভোট গ্রহণ মঙ্গলবার (২১শে মে) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে। এই ধাপে ১৫৬টি উপজেলা ভোটগ্রহণ শুরু হয়। দিঘলিয়া উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। দিঘলিয়া উপজেলা নিবার্চনে বিজয়ী শেখ মারুফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (আনারস) মার্কায় ৩৪৬৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহি উদ্দিন মল্লিক স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম ১৬৫৯৬ ভোট পেয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা স্বতন্ত্র প্রার্থী (চশমা) ১২৬৪৩ ভোট পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আসাদুজ্জামান আসাদ খামারী (তালা) পেয়েছেন ১০৯০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নাসরিন আক্তার হীরা (কলস) মার্কায় ২৯৩৪৫ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বীর মুক্তিযোদ্ধার কন্যা নাসিমা বেগম স্বতন্ত্র প্রার্থী (হাঁস) মার্কায় ১৭৮০০ভোট পেয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও উপজেলা ভাইস মোঃ আলী রেজা বাচা (পুরুষ) ও নাসরিন আক্তার হীরা (মহিলা) বিপুল ভোটে নির্বাচিত হওয়ার মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে দিঘলিয়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Leave a Reply