খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে
২৩মে (বৃহস্পতিবার) ২২.৫৫ ঘটিকায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারপাড়াস্থ “জল পাহাড়” নামক পার্কের গেইটের সামনে মাটিরাঙ্গা টু তবলছড়িগামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আনোয়ার হোসেন(২৯), পিতা-মোঃ মোস্তফা, ০৮নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, থানা- মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।