সোমালিয়ান জলদস্যুর কবলে আটকে পড়া এমভি আব্দুলাহ নামের জাহাজটি গত ১৪এপ্রিল মুক্তি পায়।
সদ্য জলদস্যুর হাত থেকে মুক্তি পাওয়া নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের নাবিক আহমেদ সালেহ এর সাথে আজ (শুক্রবার)দুপুরে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অনামিকা আজম ফাউন্ডেশন।অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজমের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।এ সময় স্বেচ্ছাসেবকদের সাথে সালেহ আহমেদ আটক থাকাকালীন লোমহর্ষক বর্ণনা বিস্তারিত তুলে ধরেন এবং পরিশেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান কে ধন্যবাদ জানান।
জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ ছাড়া পাওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। সোমবার বেলা দুইটায় সংস্থাটির ওয়েবসাইটে এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নেওয়ার ছবি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
জাহাজটির গন্তব্য এখন আরব আমিরাতের আল হারমিয়া বন্দর। সেখানে আগামী ২১ এপ্রিল জাহাজটি পৌঁছাতে পারে বলে কেএসআরএম গ্রুপ জানিয়েছে। ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। জাহাজটি ছাড়া পায় গত শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে, অর্থাৎ ১৪ এপ্রিল প্রথম প্রহরে।