জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়
অদ্য ২৫ মে ২০২৪ সকাল ০৯:৩০ ঘটিকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা গ্রামের আটচালা ঘরের পাশে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ মানবতা ও দ্রোহের অসামান্য ও বহুমুখী প্রতিভার অধিকারী জাতীয় কবি নজরুল তাঁর কালজয়ী লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার চেতনা বিকাশে তাঁর ভূমিকা তুলে ধরেন। স্বদেশী ও স্বাধীনতা আন্দোলনে কবির অসামান্য অবদান সম্পর্কে বিষদ আলোচনার মাধ্যমে ফুঁটিয়ে তোলেন।
উক্ত আয়োজনে ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলী আজগার, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২; মোঃ আলি মুনছুর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ দামুড়হুদা; মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); চুয়াডাঙ্গা; ড. মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা; রোকসানা মিতা, উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।