বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদ প্রার্থী এস এম খালেদ হোসেন স্বপন এর কর্মীস সভা:
মুক্তিযোদ্ধা টিভি: এইচ এম মনিরুজ্জামান লিডার, বিভাগীয় প্রতিনিধি, বরিশাল,:
আসন্ন ৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন, বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী, সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি, এস এম খালেদ হোসেন স্বপন এর কাপ পিরিচ প্রতীককে সুনিশ্চিত বিজয়ের লক্ষে ২ নং কেদারপুর ইউনিয়নের ০২ ও ০৩ নং ওয়ার্ডের কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান মাষ্টার। কেদারপুর ইউনিয়ন যুব লীগের সা: সম্পাদক মো: সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনতার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, এস এম খালেদ হোসেন স্বপন,
উপজেলা আওয়ামীগের সহ সভাপতি খন্দকার মোঃকামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির হোসেন মৃধা,উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন মেম্বার, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, সাবেগ সফল উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব সহ আওয়ামীগের সকল অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি নির্বাচিত হলে কেদারপুর ইউনিয়নের অসম্পন্ন কাজ গুলো সম্পন্ন করার অঙ্গিকার ব্যক্ত করে কেদারপুরের জনগনকে আগামী ৫ ই জুন, কাপ পিরিচ মার্কায় মুল্যবান প্রদান করে, নির্বাচিত করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তি করার সবার কাছে অনুরোধ জানান, যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায়। উক্ত কর্মী সভায় বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্ব স্তরের জনগন উপস্থিত ছিল।