গাজী মনজুরুল ইসলাম,
নির্বাহী সম্পাদক, মুক্তিযোদ্ধা টিভি
অনামিকা আযম ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান অনামিকা আযমের কন্যা ফিহা এর জন্মদিন।১৫ তম শুভ জন্মদিন আজ। এই দিনে এই পৃথিবীতে এসেছিল ফিহা, তাই তার পিতা মাতা মহান আল্লাহ তায়ালার লাখ লাখ, কোটি কোটি শুকরিয়া আদায় করেন। মানুষের মত মানুষ হয়ে যেন মানুষের পাশে দাড়াতে পার এ আশাবাদ ব্যাক্ত করেন। ফিহার জন্মদিন দেশ বিদেশ যে যেখান থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রতি অনামিকা আযম গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সেই সাথে সবার দোয়া চেয়েছেন। ফিহা যেন পড়ালেখা শেষ করে তার কাংখিত স্হানে পৌঁছে তার মায়ের মত অসহায় মানুষদের পাশে দাড়াতে পারে এবং দেশের খেদমত করতে পারে এজন্য তিনি সবার কাছে দোয়া চান। তার ভবিষ্যৎ জীবনে যেন সর্বাঙ্গীণ কল্যাণ সাধিত হয়। শুভ হোক তার সারাটা জীবন। এবং পৃথিবীর সকল মানুষ কে মহান আল্লাহ তায়ালা সুস্থ ও ভালো রাখুন এ আশাবাদ ব্যক্ত করেছেন অনামিকা আযম। অনামিকা আযম ফাউন্ডেশন সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নোয়াখালীর চাটখিল উপজেলা ছাড়াও, তাই ভবিষ্যতে তার সন্তান ও তার মত মানুষের পাশে দাড়াবে এ ব্যাপারে তিনি সবার নিকট দোয়া চান।
Leave a Reply