ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে চাঁদপুর পুরান বাজার ও রওনাগোয়ালের ব্যাপক ক্ষয়ক্ষতি।
মোঃ জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
ঘূর্ণিঝড় রেমালে চাঁদপুর সদর পুরান বাজার থেকে শুরু করে হরিনা ঘাট পর্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রবল ঘূর্ণিঝড় তাণ্ডবে চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার অবস্থান সব মিলিয়ে অনেক ক্ষতির সম্মুখীন ছিল। ঝড় জলোচ্ছ্বাস তলিয়ে গেছে কৃষকদের ফসলি জমি, মাছের ঘের বিধ্বস্ত হয়েছে বাড়িঘর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আত্মীয়-স্বজনদের এবং পাড়া-প্রতিবেশীর সাথে। রবিবার মধ্যরাতে থেকে শুরু করে বাংলাদেশ উপকূল দিয়ে অতিক্রম করে দক্ষিণ থেকে উত্তরের দিকে অগ্রসর হলেও চাঁদপুর জেলাতে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনায় উতাল ঢেউয়ে এবং পুরান বাজার দূটপটি, হরিসভা মন্দির, রওনা গোয়াল, ও বাবুর্চি ঘাটসহ মেঘনা নদীর বড় বড় উত্তাল ঢেয়ে অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রওনাগর ঘূর্ণিঝড়ের রেমালের আঘাতে অনেক বাড়িঘর ও দোকানপাট এবং গাছ গাছালী মানুষের ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পুরান বাজার শহর রক্ষা বাদেরূ ভাঙ্গন ও সিসি ব্লক গুলো অনেক স্থানে স্থানে দেবে গেছে। চাঁদপুর শহরে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় মানুষের বাড়িঘর অন্ধকারে ছিল বলে জানা গেছে ঘূর্ণিঝড় এ রেমালের কারণে রাস্তাঘাট হাট বাজারগুলো পুরো শহর জুড়ে জুড়ে অন্ধকারে পরিণত ছিল।
Leave a Reply