ভোতা দেশপ্রেম
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
রিমেলার আঘাতে ক্ষত-বিক্ষত উপকূলীয় জনপদ।
প্রান্তিক মানুষ আজ পুরোপুরি নিঃস্ব।
শক্ত-পোক্ত বাড়ির মানুষও
বেঁচেবর্তে থাকার মতো নিত্য জিনিষের তীব্র অভাবে দিশেহারা ।
উপকূলীয় মৎস্য খামারির ঘের ভেসে গেছে পানির তোড়ে,
গ্রামের বাড়ি-ঘরগুলো নেই হয়ে গেছে বানের স্রোতে,
গৃহস্থের গবাদি পশু হারিয়েছে সব;
বাতাসের ঝাঁপটায় কৃষকের ফসল হয়েছে বিলীন,
ঘোলাটে পানিতে জনতার পথঘাট ডুবে একাকার।
ফলের বাগান, চাষের মাঠ- সবখানে কেবল উদোম বাতাস আর পানির ঢেও একসাথে খেলা করে।
এক চিলতে থাকার জায়গার অভাবে কাঁদামাটিতেই চলে মানুষের লুটোপুটি।
পানযোগ্য সুপেয় পানির অভাব।
স্যানিটেশনের অভাবে বানভাসি মানুষ প্রতি মুহুর্তেই কাৎরায়।
বেঁচে থাকা মানুষের শরীর ভয়ে হিম হয়ে ওঠে।
তবু ডিজিটাল ভুবনে আছে বিস্তর কথা-
রিমেলা কেনো নারীর নামে নামকরণ।
আজ খিচুড়ি খাওয়ার ইচ্ছেটা বেশ উষ্কে ওঠে;
উপকূলে ১০ নম্বর বিপদ সংকেত উদযাপন করতে ভদ্রজনের ক্যাপসনসহ ছবির পোজ,
আরো নিত্য-নতুন ইয়ত্তাহীন গবেষণা ।
আমরা বেকুবও বটে!
গাজায় মানুষ মরলে আহা, উহু করি;
নিজের দেশের বিস্তীর্ণ এলাকা ভেসে গেলেও মশকরা করি; তামাশা করি।
একটু দোয়া করারও বালাই নেই; ফুরসতও নেই।
যেন আমাদের কোনো দায়ই নেই।
ইহাকেই বলে দেশপ্রেম!
ডিজিটাল ডিভাইসে ভেসে ওঠে বিবেক বোধহীন
"ভোতা দেশপ্রেম"!!!