খাগড়াছড়িতে সকল পুলিশ সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১৭ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
৩০মে-(বৃহস্পতিবার) সকাল ১০.৩০ ঘটিকায় খাগড়াছড়িতে সপ্তাহ ব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১৭তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী ১৭তম ব্যাচের এক সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এ অংশগ্রহন করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পুলিশ লাইন্স ড্রিলশেডে সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর ১৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)
পরে প্রশিক্ষণে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)
প্রশিক্ষনে উত্তীর্ণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে। এক সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে। দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান পেশাগত দায়িত্ব পালনে মানব সেবায় প্রতিফলন ঘটাতে হবে।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।