চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি*হত-১ আহত-২ জন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ৩রা জুন ২৪ইং সোমবার বিকেলে সদর উপজেলার কিরনগাছি গ্রামের মোড়ে এদূর্ঘটনা ঘটে।
নি*হত টুটুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মন্ডলের ছেলে।
আহ*তরা হলেন, একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)
আহত মিলন হোসেন স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, এক মোটরসাইকেলযোগে টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন যাচ্ছিলেন। এসময় কিরণগাছি গ্রামের মোড়ে পৌছালে সামনে থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই আ*হত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক টুটুলকে মৃ*ত ঘোষনা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর টুটুলকে মৃ*ত ঘোষনা করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন চালক নি*হত হয়েছেন। আ*হত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ আরেক আরোহী। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নি*হতের মরদেহ হস্তান্তর করা হতে পারে।