পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন বুধবার।
মুক্তিযোদ্ধা টিভি,/ এইচ এম মনিরুজ্জামান লিডার /বিভাগীয় প্রতিনিধি(বরিশাল) :
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা পরিষদ ০৫.০৬.২৪ইং তারিখ রোজ বুধবার নির্বাচনের ভোট গ্রহন। বিরতিহীন ভাবে সকাল ৮ থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ০৪.০৬২৪ইং তারিক রোজ মঙ্গলবার দুপুর ২টা থেকে কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ ১ হাজার ৬ শত ৩৮ জনএবং কেন্দ্রের সংখ্যা ৭৪ টি।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মস্তফা কামাল সাংবাদিককে জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মাঠে ২৮ জন ম্যাজিষ্ট্রেট, ৪ টি র্যাবের টিম, ৭ টি বিজিবির টিম ও ৮ টিম কোষ্টগার্ডর টিম মোতায়ানে করা হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম মাঠে কাজ করবে।
ভোটে কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
০৪.০৬.২৪